ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

‌পি‌রোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার ৮নং হলতা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদারকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৫ মার্চ) সকা‌লে উপজেলার কবুতরখালী গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত জনি তালুকদার গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এম.আর শওকত হোসেন বাংলানিউজকে জানান, সকাল পৌনে ৮টার দিকে গুলিশাখালী ইউনিয়নের স্থানীয় আলমগীর মিয়ার বাড়ির সামনে জনি তালুকদার দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তখন জনি তালুকদার দৌঁড়ে পালানোর চেষ্টা কর‌লে রাস্তার পাশে মাঠের মধ্যে প‌ড়ে যায়। প‌রে দুর্বৃত্তরা জ‌নি‌কে রামদা দি‌য়ে কুপিয়ে চলে যায়। খবর পে‌য়ে পুলিশ জ‌নি‌কে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নতর চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে জনি তালুকদার মারা যান।
 
এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।  

এদিকে নিহতের স্বজনদের দাবি, উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন জনি তালুকদার। এর প্রেক্ষিতে প্রতিপক্ষের (নৌকার) সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহ‌ম্মেদ ফেরদৌস ব‌লেন, এ ঘটনার সঙ্গে নৌকার সমর্থকেরা জড়িত নন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ