রোববার (১৯ মে) রাত ১১টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্ষংছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চংক্লা চিং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে একদল সশস্ত্র গ্রুপ চংক্লা চিং মারমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা বিস্তারিত কেউ জানাতে পারিনি।
বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ঞিয়োমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল স্থানীয় প্রশাসন ঘিরে রেখেছে। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ২০, ২০১৯
জিপি