রোববার (২৬ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বেলন, খালেদা জিয়াকে সর্বোত্তম চিকিৎসা দিতে সরকার সচেষ্ট, তাকে দেশের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএনপি প্রধানের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, কিছুদিন আগে জিহ্বায় ঘা এর কারণে স্বাভাবিক খাবার খেতে পারেননি খালেদা জিয়া। এখন তিনি সুস্থ আছেন। এছাড়া তার হাঁটুর ব্যথা ১৫-২০ বছর আগের। এটা নিয়েই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং বিএনপির মতো দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।
‘বিএনপির নেতারা যেভাবে বলছেন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এটা ঠিক নয়। এটা যদি খালেদা জিয়া জানতে পারেন তাহলে তিনিই উষ্মা বা মৃদু ক্ষোভ প্রকাশ করবেন। ’
জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ঐক্য ফ্রন্টে ঐক্য নেই। য়ারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তারা কিভাবে একটি বৃহত্তর ঐক্য করবে?
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ১০ বছরে সংবাদপত্রের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। বর্তমানে সাড়ে ৩ হাজার পত্রিকা রয়েছে। একইসঙ্গে অনলাইন পত্রিকাও প্রায় ৪ হাজার। এগুলোর নিবন্ধন না থাকায় অনেক সমস্যা হচ্ছে। এজন্য আমরা তাদের দ্রুত নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। এছাড়া সম্প্রচার আইনটি পাস করার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। বর্তমানে আইনটি ভেটিংয়ের জন্য রয়েছে। যত দ্রুত সম্ভব এটি জাতীয় সংসদে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১৯
জিসিজি/এইচএ/