ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

দেশ এখনো জঙ্গিবাদমুক্ত হয়নি: নাসিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুন ১, ২০১৯
দেশ এখনো জঙ্গিবাদমুক্ত হয়নি: নাসিম সাংবাদিকদের সম্মানে ১৪ দলের আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠান

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, নতুন করে দেশে জঙ্গিবাদ উত্থানের আওয়াজ পাচ্ছি, দেশ এখনো জঙ্গিবাদমুক্ত হয়নি।

শনিবার (০১ জুন) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সম্মানে ১৪ দলের আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে নাসিম এ কথা বলেন।  

মোহাম্মদ নাসিম বলেন, ঈদের পরে আমরা সারাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সভা সমাবেশ করবো।

দেশে জঙ্গিবাদ একেবারে শেষ হয়ে যায়নি, এরা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

‘আমরা এখন আবার নতুন করে জঙ্গিবাদের আওয়াজ শুনতে পাচ্ছি। আবারও তারা (জঙ্গি) মানুষ হত্যার ডাক দিচ্ছে’, বলেন নাসিম।

সভায় জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি জঙ্গিবাদে জড়িয়ে বিরোধী দলের আনুষ্ঠানিক যোগ্যতা হারিয়েছে। সংসদে এখন বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। সরকারে বিরোধী দলের স্থান পরিবর্তন হয়েছে।  

মাদক, দুর্নীতিবাজ ও দলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ খাদ্যে ভেজালের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন ইনু।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের আরেক অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ০১, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ