শুক্রবার (১৪ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় শেখ হাসিনা ট্রমা হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব।
এ বাজেটে মানবসম্পদ উন্নয়ন, পোশাক শিল্প, চামড়া শিল্প খাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে তা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন সাবেক এ মন্ত্রী।
তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। বাজেটে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষক ও শ্রমজীবী মানুষের ক্ষেত্রে যে সহযোগিতার কথা বলা হয়েছে তাতে দ্রুতই গ্রামগুলো শহরের আধুনিক রূপ পাবে।
এরআগে মোহাম্মদ নাসিম মুলিবাড়িতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় অসুস্থ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খানের বাসায় যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
জিপি