ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

গুজব ছড়িয়ে পদ্মাসেতুর কাজ বন্ধের পাঁয়তারা চলছে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
গুজব ছড়িয়ে পদ্মাসেতুর কাজ বন্ধের পাঁয়তারা চলছে 

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী বলেছেন, ছেলেধরা গুজব ছড়িয়ে একটি মহল পদ্মাসেতুর কাজ বন্ধের পাঁয়তারা করছে। গুজব ছড়িয়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। এটি একটি চক্রান্ত। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

শনিবার (২৭ জুলাই) শিবচরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নূর-ই আলম চৌধুরী বলেন, সব ষড়যন্ত্র করে বিএনপি যখন ব্যর্থ, তখন নতুন ষড়যন্ত্র করে তারা পদ্মাসেতু নির্মাণে বিলম্ব ঘটানোর চেষ্টা করছে।

কেউ গুজবে কান দেবেন না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ছেলেধরা গুজবের নামে মানুষ হত্যা করলে সেই হত্যাকারীর কঠোর বিচার হবে।

এসময় তিনি শেখ রাসেল কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেন।

উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান হায়দার হোসেন, পরিচালক নীপা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ