বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অঙ্গীকার অথনৈতিক মুক্তি।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদরের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল অব. নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন- নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ, শিবপুর-৩ আসনের সংসদ জহিরুল হক ভুইয়া মোহন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান সফর আলী ভুইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এনটি