ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

৩২ উপজেলা-পৌরসভা-ইউনিয়নে আ’লীগ প্রার্থী যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
৩২ উপজেলা-পৌরসভা-ইউনিয়নে আ’লীগ প্রার্থী যারা

ঢাকা: সাতটি উপজেলা পরিষদ, তিনটি পৌরসভার মেয়র এবং ২২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন দেওয়া হয়।  

উপজেলা পরিষদ: 
জেলা: চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা সদর: প্রার্থীর নাম মো. নজরুল ইসলাম।

 

জেলা: ঝিনাইদহ, উপজেলা কোট চাঁদপুর: প্রার্থীর নাম মোছা. শরিফুন্নেছা (মিকি), মহেশপুর: প্রার্থীর নাম ময়জদ্দীন হামীদ।  
  
জেলা: বরিশাল, উপজেলা মেহেন্দীগঞ্জ: প্রার্থীর নাম মো. মুনসুর আহমেদ।  

জেলা: শেরপুর, উপজেলা শেরপুর সদর: প্রার্থীর নাম মো. রফিকুল ইসলাম।  

জেলা: নেত্রকোনা, উপজেলা আটপাড়া: প্রার্থীর নাম মো. খায়রুল ইসলাম।  

জেলা: চট্টগ্রাম, উপজেলা সাতকানিয়া: আব্দুল মোতালেব।  

পৌরসভা 
জেলা: ভোলা, উপজেলা লালমোহন, পৌরসভার নাম: লালমোহন: প্রার্থীর নাম এমদাদুল ইসলাম (তুহিন)।  

জেলা: ঢাকা, উপজেলা দোহার, পৌরসভার নাম দোহার: প্রার্থীর নাম নজরুল ইসলাম বাবুল।  

জেলা: ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা: নবীনগর, পৌরসভার নাম নবীনগর: প্রার্থীর নাম শিব শংকর দাস।  

ইউনিয়ন পরিষদ:
জেলা: রাজশাহী, উপজেলা: বাঘা, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: গড়গড়ি, মো. রবিউল ইসলাম। বাজুবাঘা, মো. ফজলুর রহমান। পাকুড়িয়া, মো. মেরাজুল ইসলাম।
মনিগ্রাম, মো. সাইফুল ইসলাম।  

জেলা: সিরাজগঞ্জ, উপজেলা: শাহজাদপুর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম:  পোরজানা, মো. জাহিদুল ইসলাম (মুকুল), হাবিবুল্লাহনগর,  মো. মিজানুর রহমান (বাচ্চু)।  

জেলা: নাটোর, উপজেলা: সদর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম:  লক্ষ্মীপুর খালাবাড়িয়া, মো. আলতাব হোসেন।  

জেলা: নওগাঁ, উপজেলা: ধামইরহাট, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: ইসবপুর, মো. ইমরুল কায়েশ।  

জেলা: পটুয়াখালী, উপজেলা: রাঙ্গাবালী, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: চালিতাবুনিয়া, মো. জাহিদুর রহমান।  


জেলা: নারায়ণগঞ্জ, উপজেলা: রূপগঞ্জ, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম, ছালাউদ্দিন ভূঞা।  

জেলা: মানিকগঞ্জ, উপজেলা: সাটুরিয়া, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: তিল্লি, মো. মুরছালিন।  

জেলা: জামালপুর, উপজেলা: ইসলামপুর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম কুলকান্দি, মো. জুবাইদুর রহমান।  

জেলা: সুনামগঞ্জ, উপজেলা: জগন্নাথপুর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম মিরপুর, আব্দুল কাদির।  

জেলা: হবিগঞ্জ, উপজেলা: মাধবপুর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: নোয়াপাড়া, শেখ মোজাহিদ বিন ইসলাম। উপজেলা : নবীগঞ্জ, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: দেবপাড়া, মো. আব্দুল মোহিত চৌধুরী।  

জেলা: চট্টগ্রাম, উপজেলা: বোয়ালখালী, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: কধুরখীল, শফিউল আজম।  

জেলা: নোয়াখালী, উপজেলা: চাটখিল, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: পাঁচগাঁও, সৈয়দ মাহমুদ হোসেন।  

জেলা: ফেনী, উপজেলা: দাগনভুঁঞা, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: রামনগর,  এ.কে.এম কামাল উদ্দিন, দাগনভুঁঞা, বেলায়েত উল্ল্যাহ।  

জেলা: বান্দরবান, উপজেলা: নাইক্ষ্যংছড়ি, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম নাইক্ষ্যংছড়ি সদর, তসলিম ইকবাল চৌধুরী। ঘুমধুম, এ, কে, এম জাহাঙ্গীর আজিজ সোনাইছড়ি, এ্যানিং মার্মা।  

সাত উপজেলায় ১৪ অক্টোবর এবং তিন পৌরসভা ও ২২ ইউপিতে ১৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমইউএম/আরকেআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ