ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘মিথ্যা অভিযোগ’ মোকাবিলায় প্রস্তুত সিদ্দিকী নাজমুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
‘মিথ্যা অভিযোগ’ মোকাবিলায় প্রস্তুত সিদ্দিকী নাজমুল

ঢাকা: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ‘অস্বাভাবিক’ উত্থান গত কয়েকদিন মিডিয়ার আলোচিত বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান শুরুর পর অন্য অনেকের সঙ্গে আলোচনায় আসেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী নাজমুল। লন্ডনে নিজের কয়েকটি বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তিনি। একটি ব্যাংকের মালিকানা আছে বলেও শোনা যায়।

এসব বিষয় মিডিয়ায় প্রকাশ হলে রাজপথে ছাত্রলীগের সাহসী এই নেতার বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান করবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় দুর্নীতি দমন প্রতিষ্ঠান দুদক।

অপরাধী, দুর্নীতিবাজ যেই হোক তার ছাড় নেই- প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী প্রসংশিত সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে সবাই।

মিডিয়ায় একের পর এক অল্পদিনে বিপুল বিত্ত-বৈভবের মালিক হওয়ার খবর প্রকাশের পর সোমবার (৩০ সেপ্টেম্বর) নাজমুল একটি ফেসবুক স্ট্যাটাস দেন।  স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরে হলো:- 

‘সত্যের জয় হবেই ইনশাল্লাহ 
আমি প্রস্তুত আছি সব মিথ্যা মোকাবিলার 
দেশে স্বশরীরে উপস্থিত থেকেই 
প্রমান করবো কোনটা সত্য / মিথ্যা ।  

কোন ব্যাংক থেকে বড় কোন লোন, বড় কোন টেন্ডারে অংশগ্রহন, আইজি ডব্লিওর ব্যাবসা,ওয়েল ট্যাঙ্কার, কোন সরকারী বেসরকারী বিরাট বড় আর্থিক প্রতিষ্ঠানর পরিচালক,পাওয়ার প্ল্যান ,ফিশিং ট্রলার লাইসেন্স, জ্বালানি বিষয়ক কোন কোন্পানীর পরিচালক, শেয়ার বাজার পরিচালনার ব্রোকার হাউস, বন্দরে ব্যবসা,অবৈধ আবাসন ব্যবসা , ড্রেজার ব্যবসা , দালালী, বড় আইটির টেন্ডার,তদবির,ওয়াসা,খাদ্য,পূর্ত,শিক্ষা,রেল, কোন ব্যবসায় আজ পর্যন্ত অংশগ্রহণ করিনি তারপরও দুদক আমার ব্যাপারে তদন্ত করবে । আমি তাদের সিদ্ধান্ত কে স্বাগত জানাই।  আশাকরি তারা সঠিক তদন্ত করে সত্য ঘটনা প্রকাশ করে কিছু নিজ দলের এবং অন্যদলের মানুষের মুখরোচক গল্প থামাবে।

২০০৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত কোন মন্ত্রী অথবা সচিব অথবা কোন ডিজি কেউ যদি বলতে পারেন আমি কোন কাজ নিয়ে কারোর কাছে গেছি তাহলে যা শাস্তি মাথা পেতে নেবো । আর চরম আরেকটা কথা হলো ছাত্রজীবনে ছাত্রলীগ করা ছাড়া কোন সচিব আমি চিনিও না ।  

ছোট ব্যবসা করে জীবন চালিয়ে বড় পরিসরে রাজনীতি করা অন্যায় এটা আজকে বুঝলাম। উপরের বড় বড় কর্মকান্ডগুলোর সাথে জড়িত থাকলেই হয়তো মুখোশদারীদের মতো ভালো থাকতাম।  

যারা আমাকে চেনেন জানেন তাদের সবারকাছে দোয়া চাই যেন সত্যকে ধারন বুক সটান করে দাড়িয়ে মিথ্যাকে মোকাবেলা করতে পারি ।  

যারা জেনুইন দুর্নীতিবাজ নিজ দলের এবং অন্য দলের তারাও প্রস্তুত থাইকেন কারন...............’

নাজমুলের নামে ব্রিটেনের কোম্পানি হাউজে আবাসন, গাড়ির অ্যাক্সিডেন্ট ক্লেইম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন, চাকরিদাতা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ছয়টি কোম্পানির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে দুটি কোম্পানির পরিচালক পদে তার নাম নেই। বাকি চারটি কোম্পানির মধ্যে একটির একক পরিচালক এবং আরও তিনটি কোম্পানির যৌথ পরিচালক হিসেবে তিনি রয়েছেন।

২০১১ সালের জুলাইয়ে সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হন এইচ এম বদিউজ্জামান সোহাগ। একই সঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন সিদ্দিকী নাজমুল আলম। ছাত্র রাজনীতিতে সততার কথা বলা এবং নিজেকে একটি সাধারণ পরিবারের সন্তান দাবি করেন নাজমুল। জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের বাসিন্দা নাজমুলের বাবার নাম খায়রুল ইসলাম শাহজাহান। খাদ্য অধিদপ্তরের পিয়ন থেকে নাজমুলের বাবা এখন খাদ্য ইন্সপেক্টর।

জানা যায়, ব্রিটিশ সরকারের কাছে নাজমুলের কোটি কোটি টাকার নিবন্ধিত বিনিয়োগ রয়েছে। বর্তমানে নাজমুল আলম বিনিয়োগকারী ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী, এই ভিসা পেতে ন্যূনতম ২ লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় ২ কোটির বেশি) বিনিয়োগ করতে হয়।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ