ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আওয়ামী লীগ

মদ্যপ অবস্থায় যুবলীগ নেতাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
মদ্যপ অবস্থায় যুবলীগ নেতাসহ আটক ৫

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মদ্যপান ও বহনের অভিযোগে যুবলীগ নেতা বশিরসহ পাঁচজনকে আটক করছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সমুদ্র সৈকত কুয়াকাটায় সি-বিচ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মহিপুর থানার তুলাতলি এলাকার নবিনপুরের জালাল হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৫), সুলতান বাদশার ছেলে সজল বাদশা (৩২), টিয়াখালী এলাকার রমিজ উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (২৮)।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক খলিলুর রহমান বাংলানিউজকে জানান, আটকরা কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে বেঞ্চে বসে মদ্যপ অবস্থায় আগত পর্যটকদের উদ্দেশে গালাগাল করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক ও তাহার সঙ্গীয় ফোর্সের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, বিশেষ অভিযান চালিয়ে ফয়সাল (২৮) ও বাপ্পি কলিফাকে (২৫) আড়াই লিটার মদসহ আটক করেছে মহিপুর থানা পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।