মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্ত বিবৃতির বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ অক্টোবর চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসের অন্যতম সুশৃঙ্খল ৬ (ছয়) সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলন নগরীর ‘দি কিং অব চিটাগাং’ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সার্কিট হাউসে ২৬ অক্টোবর রাতে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ. কে. এম এনামুল হক শামীমের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় প্রতিনিধি সভার সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ এবং সভা পরিচালনা করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন। আর মঞ্চে থাকবেন ঢাকা থেকে আসা সব কেন্দ্রীয় নেতারা, চট্টগ্রামের মন্ত্রী, ৬ (ছয়) জেলার সংসদ সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকরা।
প্রতিনিধি সভায় কারা বক্তব্য দেবেন সেটাও নির্ধারণ করা হয়। আর সেই মতে সভা পরিচালিত হয়। প্রতিনিধি সভা সম-সাময়িক কালের মধ্যে সবচেয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে শেষ হওয়ায় উপস্থিত কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও তৃণমূল নেতারা প্রশংসা করেছেন।
এই সুন্দর অনুষ্ঠানকে কালিমালিপ্ত করার জন্য কিছু অপরিণামদর্শী ব্যক্তি সচেষ্ট রয়েছে। সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই ধরনের তৎপরতাকে আমরা নিন্দা জানাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশব্যাপী শুদ্ধি অভিযান চলছে এমন সময়ে দলীয় শৃঙ্খলা ও স্বার্থকে ঊর্ধ্বে রেখে সবাই কাজ করার জন্য নেতারা আহবান জানান।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিসি/এইচএডি