শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেসে (সম্মেলন) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যিনি বিএনপি নেত্রী, যিনি এতিমের অর্থ আত্মসাৎ করেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, তার তুলনা করে নেলসন ম্যান্ডেলার সঙ্গে।
তিনি বলেন, ‘নেলসন ম্যান্ডেলা তার জাতির স্বাধীনতার জন্য সংগ্রাম করে কারাগারে ছিলেন, দুর্নীতি করে কারাগারে যাননি। ’
শেখ হাসিনা বলেন, ‘যারা অস্ত্র-অর্থ দিয়ে এদেশের সমাজকে ধ্বংস করেছে, যাদের দুর্নীতিই ছিল নীতি, তাদের সঙ্গে এই ধরনের আন্তর্জাতিক স্বনামধন্য সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির তুলনা এরা কোন মুখে করে, এটাই আমার প্রশ্ন?’
তিনি বলেন, ‘যিনি ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল এবং আইভী রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, একবার নয়, বারবার চেষ্টা করেছে হত্যাকাণ্ড চালাতে। ’
গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করায় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের ওপর আস্থা রাখলো, আমাদের ভোট দিল। ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগসহ আমরা যে মহাজোট গড়ে তুলি, আমরা বিপুল ভোটে জয় লাভ করি। সে সময় বিএনপি জামায়াত জোট, তারা কী পেয়েছিল? তারা মাত্র ২৯টি সিট পেয়েছিল। ’
তিনি বলেন, ‘তারা নির্বাচন নিয়ে এখন অনেক কথা বলে, সেখানে আমার প্রশ্ন, তাদের কাছে নির্বাচন নিয়ে এত কথা বলেন, তো ২০০৮-এর নির্বাচন নিয়ে তো কেউ কথা বলেনি। বিএনপি যদি এতই জনপ্রিয় সংগঠন হয়ে থাকতো, তাহলে মাত্র ২৯টি সিট পেয়েছিল কেন? ওই নির্বাচন নিয়ে তো কোন কথা নেই। তারা মাত্র ২৯টি সিট পেয়েছিল এ কথাটা অনেকে ভুলে যায়। ’
সম্মেলনের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, সদস্য সচিব হারুনুর রশীদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমইউএম/একে