রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপো চত্বরে অনুষ্ঠিত বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানকে আটটি বিআরটিসি বাস দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে তাদের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, বিএনপিকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি রোববার সকালেই দেওয়া হয়েছে।
গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশের ডাক দেন। তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি।
পরে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অন্য সংগঠনের অনুষ্ঠান থাকায় পুলিশ আমাদের বলেছে, আপনারা একদিন পর সমাবেশ করেন। ফলে রোববার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।
তবে রোববার সমাবেশ করার অনুমতি মিলবে কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসকে/এসএ
আরও পড়ুন>>>বিএনপির সমাবেশ ২টায়, মিলেছে অনুমতি