তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে আওয়ামী লীগও প্রস্তুত আছে, সমুচিত জবাব দেওয়া হবে।
শুক্রবার (০৬ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোলের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এটা কোনো রাজনৈতিক মামলা নয় যে, রাজনৈতিকভাবে সরকার মুক্তি দিতে পারে। এটা হলো দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় সরকারের কিছু করার নেই। এটা আদালতের বিষয়। যদি রাজনৈতিক মামলা হতো, তাহলে চিন্তা-ভাবনার সুযোগ থাকে। তাকে রাজনৈতিকভাবে আটকে রাখা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের এগুলো মিথ্যা কথা। বিষয়টি তারা জেনে শুনেই বলছে’।
কাদের বলেন, ‘আদালত প্রাঙ্গণে তারা রণাঙ্গন সৃষ্টি করেছে, আদালতের ভেতরে শেষ পর্যন্ত প্রধান বিচারপতিকে কমেন্ট করতে হয়েছে। আমি এমন ঘটনা কখনও দেখিনি। বাড়াবাড়ির একটা সীমা আছে, এমন কমেন্ট প্রধান বিচারপতি করেছেন। আমি মনে করি আদালতের ভেতরে আদালতকক্ষে তারা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, হট্টগোল তারা করেছে সেটা ক্ষমার অযোগ্য। ’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলনে, নির্বাচনে ব্যর্থতার কোনো সীমা নেই। তারা রাজনীতিতেও ব্যর্থ, সাংগঠনিকভাবেও ব্যর্থ। আমাদের এখানে কী করার আছে। আমরা এখানে রাজনৈতিক মামলা হলে তার (খালেদা জিয়া) মুক্তির বিষয়টা বিবেচনা করতাম। এটা রাজনৈতিক কোনো মামলা নয়, দুর্নীতির মামলা। তারা এখন আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। তাদের এখন এই অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ স্বীকার করার দুরভিসন্ধি ছাড়া তাদের আর কিছু করার নেই’।
‘তারা বারবার আন্দোলনের ডাক দিচ্ছে, জনগণের সাড়া পাচ্ছে না। তারা এখন আদালত প্রাঙ্গণে, আদালতের ভেতরে যে হট্টগোল সৃষ্টি করেছে, এটাই এখন তাদের রাজনীতি’।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুশ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পদাক মাহবুব-উল আলম হানিফ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসকে/জেডএস