শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে (বিডি হল রুমে) আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
নানক বলেন, বিএনপির দুই কান কাটা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি হয়েছে কী-না তা জানিনা। যদি হয়ে থাকে সেই কমিটিতে যদি কোনও অনুপ্রবেশকারী ঢুকে থাকে, তাকে বের করে দিতে হবে। কারণ আন্দোলন সংগ্রাম করবে একজন আর দলের মধ্যে জায়গা করে নেবে আরেকজন, এটা হতে পারে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী, ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর সংরক্ষিত আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী প্রমুখ।
এর আগে সম্মেলনের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন অতিথিরা। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা পরিষদের চেয়ারম্যান মুহা সাদেক কুরাইশীকে সভাপতি ও দীপক কুমার রায়কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসএইচ