রোববার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মণ্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। আরো বক্তব্য রাখেন- সংরক্ষতি মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম পিপি, অধ্যাপক সামসুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রমুখ। বক্তব্য শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে বিকেলে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এসময় উপজেলা, পৌর কমিটি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদকসহ কাউন্সিলরদের নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে রঈস উদ্দিন রুবেল ১৯১ ভোট, আসাদুজ্জামান ২২ ভোট ও আব্দুস শুকুর ১২ ভোট পান। অপরদিকে সাধারণ সম্পাদক পদে তৌহিদুর রহমান লিটন ২০৫ ভোট, আয়ুব হাজী ১৫ ভোট ও আকতার হোসেন সাত ভোট পান। সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এনটি