বৃহস্পতিবার (০২ জানুয়ারি) টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।
বিএনপি, জামায়াত, স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় থেকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে তিলে-তিলে ধ্বংস করেছে মন্তব্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, জিয়া ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়ার দুর্নীতি, সন্ত্রাস ছিল চরম পর্যায়ে। তারা এদেশে সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন করেছেন। অত্যাচার নির্যাতনের কারণেই মানুষ বিএনপির থেকে মুখ ফিড়িয়ে নিয়েছে। যুবরাজ তারেকের অপকর্মের কারণেই বিএনপির আজ করুণ দশা।
জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোকলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি কাজী নুরুল ইসলাম, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম নাসিমুল আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে নুরুল ইসলামকে সভাপতি এবং বদিউজ্জামান ফারককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এসআরএস