বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সদ্য গঠিত আওয়ামী লীগের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের যে একটি পদ বাকি ছিল, সেটি ঘোষণা করা হয়েছে।
চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে মাহবুব-উল-আলম হানিফ পেয়েছেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব। ডা. দীপু মণি পেয়েছেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। আর আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের হয়ে পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব।
দলটির আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন চট্টগ্রাম বিভাগ, বিএম মোজাম্মেল হক খুলনা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন রংপুর, এসএম কামাল হোসেন রাজশাহী, মির্জা আজম ঢাকা, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ ও সাখাওয়াত হোসেন শফিক সিলেটের দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসকে/টিএ