শনিবার (০৭ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হুসাইন রাজন বলেন, ‘৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার চূড়ান্ত বার্তা জনগনের কাছে পৌঁছে দেন।
এ সময় অন্যদের মধ্যে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, বায়েজিদ রানা কলিংস, আজিজুর রহমান লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল, পঙ্কজ কুমার দাস, আকলিমা আক্তার এশা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আহসান হাবীব মিরাজ, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন, সহ-সম্পাদক সোহেল, ছাত্রলীগ নেতা জুবায়ের, রাজন, আমরিন তৃষা, সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান রিজু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এবি