বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন খান শাহিন বাংলানিউজকে জানান, জিএম দেলোয়ার হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বাংলানিউজকে জানান, মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত জিএম দেলোয়ার হোসেনের বাড়ি লকডাউন থাকবে।
এদিকে, তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এনটি