ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন: হানিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন: হানিফ

ঢাকা: ‘কিছু মানুষের কারণেই করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে’ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরিস্থিতি মোকাবিলায় তিনি সাবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আবারো সাবার প্রতি অনুরোধ করবো, ঘরে থাকুন। নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন।

শনিবার(১১ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, ‘বার বার সতর্ক করে দেওয়ার পরেও আমাদের কিছু মানুষের ভুলে সমগ্র দেশে আস্তে আস্তে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের জনগণকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কিছু সংখ্যক মানুষের অসচেতনতার কারণেই এই লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। আর ফলে করোনা ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। ’

তিনি বলেন, ‘এই দুর্যোগের সময়ে যেসব ব্যক্তি বা সংগঠন বিশেষ করে ফ্রন্টলাইনের সোলজার হিসেবে যারা কাজ করছেন, চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, প্যাথলজিস্টসহ আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা চরম ঝুঁকি নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছেন, তাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। ’
 
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, এই দুর্যোগময় সময়ে অসহায় মানুষদের জন্য দেওয়া ত্রাণ নিয়ে কিছু আত্মসাতের অভিযোগ উঠছে। আমি অবাক হয়ে যাই, কারা এসব মানুষ যারা এই দুর্যোগের সময়ের অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করার চিন্তা করে। এদেরকে মানুষ বলা যায় না। এদের প্রতি আমি তীব্র ঘৃণা প্রকাশ করি নিন্দা জানাই। আমি জেলা প্রশাসককে অনুরোধ করবো, আপনাদের অধীনস্থ সকল উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিন, এই ত্রাণ যেন আত্মসাৎ করতে না পারে। করলে কঠোর ব্যবস্থা নিন। অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কোনো কারচুপি জালিয়াতি আমরা বরদাস্ত করব না। আমরা কঠোরভাবে এটা দমন করতে চাই। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব। ’
 
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এসকে/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ