রোববার (১২ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ ঢাকার ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক তরুণী মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাকিলুর রহমান তালুকদার সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বাংলানিউজকে বলেন, সাকিলুর রহমান সোহাগ তালুকদার শুধু ধর্ষণই করেননি। তার বিরুদ্ধে দলের শৃংখলা ভঙ্গের আরও অভিযোগ রয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে চিঠি কেন্দ্রে পাঠানো হয়েছে। যাতে স্থায়ীভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এনটি