ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী দিলেন সাখাওয়াত হোসেন শফিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ১, ২০২০
ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী দিলেন সাখাওয়াত হোসেন শফিক

বগুড়া: বগুড়ায় কর্মহীন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

শুক্রবার (০১ মে) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আলু, চাল, পেঁয়াজ, ছোলা, ডাল ও তেল ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ৪ হাজার পরিবারকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

অপর দিকে বগুড়া শহরের পালশা অগ্রদূত ক্লাবের আয়োজনে অসহায় কর্মহীন ১৪৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, অগ্রদূত ক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান ও কোষাধ্যক্ষ চঞ্চল কুন্ডু।

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সাতমাথার ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ০১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ