ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

করোনা রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দেবে স্বেচ্ছাসেবক লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, মে ১০, ২০২০
করোনা রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দেবে স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগ

ঢাকা: দেশের বিভাগীয় শহরগুলোতে করোনা রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার (১০ মে) সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে এ তথ্য জানান। 

বিবৃতিতে বলা হয়. প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার আহবানে বাংলাদেশের বিভাগীয় শহরের করোনা রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পেতে 09611999777 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, মে ১০. ২০২০

এসকে/টিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ