ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

এক হাজার অসহায় মানুষের মধ্যে যুবলীগের ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ১১, ২০২০
এক হাজার অসহায় মানুষের মধ্যে যুবলীগের ত্রাণ বিতরণ

ঢাকা: এক হাজার অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ ৷

সোমবার (১১ মে) সকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়৷

যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে অসহায় মানুষদের জন্য আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতৃবৃন্দ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৷

সকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে এক হাজার অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, সাবানসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ৷

ত্রাণ বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক নেতা সুভাষ চন্দ্র হাওলাদার, মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, কেন্দ্রীয় যুবলীগ নেতা প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামাল, আদাবর থানার যুবলীগের আহ্বায়ক আবেদুর তুহিন প্রমুখ ৷

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ১১, ২০২০
এসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ