ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ঘোড়াঘাট পৌরমেয়রকে মারধর, যুবলীগ নেতাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
ঘোড়াঘাট পৌরমেয়রকে মারধর, যুবলীগ নেতাসহ আটক ৪ পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলন।

দিনাজপুর: ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলনকে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ মে) বিকেলে পৌরসভার মেয়রকে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চারজনকে আটক করে।

  

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় লোকজনের মধ্যে পৌরসভায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এই নিয়ে যুবলীগের সভাপতি জাহাঙ্গীর ও নান্নুসহ ১০/১২ জন মিলে মেয়রের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ওই দুই নেতাকে আটক করে। পরে থানায় নিয়ে তাদের বেদম মারধর করে ছেড়ে দেয়। এর জের ধরে সোমবার (১২ মে) বিকেলে উপজেলা চত্বরে পৌরমেয়রকে মারধর করার অপরাধে তাদের সন্ধ্যায় আটক করে পুলিশ।

এদিকে পৌরমেয়রকে মারধর করার প্রতিবাদে ও আটকদের শাস্তির দাবিতে উপজেলায় সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ