ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

নাসিমের মৃত্যু অপূরণীয় ক্ষতি: কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০২০
নাসিমের মৃত্যু অপূরণীয় ক্ষতি: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হবার নয় বলেও জানান তিনি।

রোববার (১৩ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এ শোক প্রকাশ করেন।

পরে বাজেট পরবর্তী বিএনপির প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট উপস্থাপন করেছে।  

সংকটকালে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি ও অর্থনৈতিক উত্তরণের এ বাজেট নিয়েও বিএনপির গতানুগতিক সমালোচনার বৃত্তে আবর্তিত হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।  

তিনি বলেন, জনমানুষের আকাঙ্ক্ষা, মনের ভাষা শেখ হাসিনা বুঝতে পারেন তাই মানুষের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনের প্রামাণ্য উপস্থাপন হচ্ছে এ বাজেট।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ