ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

কানাডার উদ্দেশে ঢাকা ছাড়লেন হানিফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ২০, ২০২০
কানাডার উদ্দেশে ঢাকা ছাড়লেন হানিফ

ঢাকা:  কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ইতোমধ্যে দোহা পৌঁছেছেন তিনি।

সেখান থেকে তার ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা।

কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুব উল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতেই তিনি কানাডায় যাচ্ছেন।

তার ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলাম টুটুল বাংলানিউজকে বলেন, উনার বড় ভাই সাবেক ছাত্রনেতা রবিউল আলম কানাডায় থাকেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। বড় ভাইকে দেখতে মাহবুব উল আলম হানিফ কানাডা গেছেন। এছাড়া ওনার স্ত্রী ও ছেলে-মেয়েও কানাডায় থাকেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ২০, ২০২০
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ