শুক্রবার (২৬ জুন) রাতে ফেসুবক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। বিপ্লব বড়ুয়া লেখেন, আমাদের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের জানাজার পর দিন থেকেই গত ১৩ দিন ধরে আমার সরকারি বাসায় রয়েছি।
‘আপনারা যারা খোঁজখবর নিচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগির স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারব বলে আশা করছি। আপনারা দোয়া রাখবেন। ’
আওয়ামী লীগের আরেক নেতা জানিয়েছেন, কয়েক দিন আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা দেন। তাতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে ডাক্তারের পরামর্শে নিজের সরকারি বাসায় আইসোলেশনে আছেন তিনি। তবে সুস্থ আছেন তিনি। তার কোনো সমস্যা হচ্ছে না।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এমইউএম/টিএ