ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বৃহস্পতিবার ওপেন হাউজ ডে

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
বাহরাইনে বৃহস্পতিবার ওপেন হাউজ ডে

মানামা (বাহরাইন): বাহরাইনে অবস্থানরত প্রবাসীদের বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) ওপেন হাউজে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রদূত জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় দূতাবাস প্রাঙ্গণে অনুষ্টিতব্য এ বৈঠক অনুষ্ঠিত হবে।



বৈঠকে সাধারণ ক্ষমা, পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে এবং আজ লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এলএমআরএ) এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে তার বৈঠকের ব্যাপারে প্রবাসীর সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন।

মূলত দূতাবাস ও সাধারণ প্রবাসীদের মধ্যে দূরত্ব কমানো ও প্রবাসীদের সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই এ উদ্যোগ বলে জানান রাষ্ট্রদূত।

তিনি আরো বলেন, দূতাবাসের বর্তমান সেবা সম্পর্কে প্রবাসীদের মতামত ও সেবার মান কীভাবে আরো বাড়ানো যায় এ ব্যাপারেও তাদের মতামত নেওয়া হবে।


বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ