বাহরাইন: মাত্র দুইদিন পর (২২ নভেম্বর শনিবার)বাহরাইন সংসদের নিম্নকক্ষ মজলিশ আল-নওয়াব অথবা কাউন্সিল অব রিপ্রিজেন্টেটিভের নির্বাচন।
নির্বাচনকে ঘিরে বাহরাইন ছেয়ে গেছে অগণিত বিলবোর্ড আর রঙ বে-রংয়ের পোস্টারে।
গণতান্ত্রিক দেশগুলোর মতো সরাসরি প্রচার-প্রচারণার সুযোগ না থাকলেও এলাকা ভিত্তিক চলছে শেষ মুহূর্তের প্রচারণা। অনেকেই বেছে নিয়েছেন আধুনিক প্রযুক্তি নির্ভর প্রচারণা।
শুধু পোস্টার আর বিলবোর্ডে সীমাবদ্ধ না থেকে অনেক প্রার্থী কিংবা সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ-এ প্রচার চালিয়ে যাচ্ছেন।
প্রত্যেক প্রার্থীর পোস্টারে স্থান পেয়েছে তাদের মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস, ফেসবুক আইডি, টুইটার আইডি, হোয়াটসঅ্যাপ আইডি।
প্রার্থীদের যোগ্যতা ও উন্নয়ন নিয়ে নিজস্ব ভাবনা ও নির্বাচনী প্রতিশ্রুতি সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন।
অনেক প্রার্থী আবার নির্বাচন উপলক্ষে নিজেদের ওয়েবসাইট খুলেছেন।
২০১৪ সালের জুনের শুমারি অনুযায়ী বাহরাইনের জনসংখ্যা ১৩ লাখ ১৪ হাজার ৮৯ জন। এরমধ্যে অর্ধেকেই বিদেশি শ্রমিক।
২০ বছরের বেশি বয়সী যে কোনো বাহরাইনি নাগরিক নির্বাচনে ভোট দিতে পারেন।
এবারের নির্বাচনে প্রায় সাড়ে ৩ লাখ নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪