ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে প্রবাসীর আত্মহত্যা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জানুয়ারি ১৪, ২০১৫
বাহরাইনে প্রবাসীর আত্মহত্যা

বাহরাইন: বাহরাইনের গুদাইবিয়ায় পারিবারিক কলহের জের ধরে খলিলুর রহমান নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন।

নিহত খলিলুর রাজবাড়ী জেলার চরনারায়নপুর গ্রামের কান্ত শেখের ছেলে।



খলিলুরের রুমমেট ও সহকর্মীরা বাংলানিউজকে জানান, বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে খলিলুরের সঙ্গে প্রায়ই তার স্ত্রীর কথা কাটাকাটি ও মনোমালিন্য হতো।

ঘটনার দিন সকালে তিনি সবার সঙ্গে কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পর তিনি বাসায় চলে গিয়ে আর কাজে ফেরত আসেন নি।

পরে পুলিশ এসে রুম থেকে তার মরদেহ উদ্ধার করে বলে সহকর্মীরা জানান।

তারা আরও জানান, পুলিশ তার মোবাইলের কললিস্ট চেক করে সবশেষ তার স্ত্রীর সঙ্গে কথোপকথনের রেকর্ড পায়।

খলিলুর রহমান গুদাইবিয়ায় স্থানীয় শরীফ মোহম্মদ টেইলার্সে কর্মরত ছিলেন। তিনি তিন পুত্র সন্তানের জনক। তার লাশ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ