বাহরাইন: ‘কাছে আসতে নাই মানা, হয়ে যাই আনমনা/অবুঝের মতো আমি করি শুধু পাগলামী’ এমন রোমান্টিক কথার গানটি গেয়েছেন সংগীত শিল্পী মুন ও মশিউর বাপ্পি।
সম্প্রতি বাহরাইনের রাজধানী মানামার স্থানীয় একটি হোটেলে আড়ম্বর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে মিউজিক ভিডিওটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছ।
তারেক আনন্দের কথায় ‘আনন্দের গান’ নামে একটি মিক্সড অ্যালবামে পাগলামী’ শিরোনামে এ গানটি রয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাহরাইন ফিনান্স কোম্পানি (বিএফসি) বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মাজহারুল ইসলাম বাবু, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, বশির আহমেদ, নজির আহমেদ, ঈমন, ওয়াসিম আকরাম, মোজাম্মেল হোসেন প্রমুখ।
নতুন বছরের শুরুতে বাজারে আসা আনন্দের গান অ্যালবামের জনপ্রিয় এ গানটি আমওয়াজ, সানাদ, এন্দালাস গার্ডেন, আরাদ, বুদাইয়াসহ বাহরাইনের বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্যায়ন করা হয়েছে।
ভিএইচডি প্রোডাকশনের ব্যানারে চিত্রায়িত মিউজিক ভিডিওটির ক্যামেরা ম্যান ছিলেন লিংকন নুর, কোরিওগ্রাফি ছিলেন আল আমীন ও শাকিল দেওয়ান।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাকিল দেওয়ান। এতে মডেল হয়েছেন আল-আমিন ও সিহাম ইউছুপ।
পাগলামী’ গানটির ভিডিও লিংক:
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫