ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বাহরাইন

বাহরাইন যুবদলের প্রতিবাদ সমাবেশ

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
বাহরাইন যুবদলের প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বাহরাইনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ৯টায় মানামা মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল এ প্রতিবাদ সমাবেশের আয়োজনে করে।



শ্রমিকদল সাধারণ সম্পাদক সোহেল সিরাজীর সঞ্চালনায় ও যুবদল সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অতিথি ছিলেন- বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শেখ মো. আব্দুল হান্নান, উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম ও হামেদ কাজী হাসান। এছাড়াও ছিলেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক শাহীন পাটোয়ারী, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, দেশনেত্রী পরিষদ সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুইয়া, মানামা মহানগর বিএনপির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক রশিদ শেখ, বিএনপি প্রস্তাবিত এস এম সুকার্নো ও নুরুল হক, মিনহাজ, ইউছুফ, আ. মান্নান, জামাল হোসেন প্রমুখ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ