বাহরাইন: বাহরাইনে প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপনে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
ওইদিন নানা আয়োজনের পাশাপাশি বাহরাইনের হুরা আল আনারত হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আরটিভি দর্শক ফোরাম।
পান্তা-ইলিশের সঙ্গে হরেক রকমের ভর্তা-ভাজি এবং বাংলাদেশি ফলের ব্যতিক্রম পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
এতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমানের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরটিভি প্রতিনিধি মিজবাহ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, বাংলাদেশ সোসাইটির সভাপতি এম এ সাঈদ, ইউনিভার্সিটি অফ বাহরাইনের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, আহলি ইউনাইটেড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাফকাত আনোয়ার, বাহরাইন বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল হান্নান, আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক আবুল হাসেম, লিন্নাস গ্রুপের পরিচালক জয়নাল আবেদীন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কয়েস আহমেদ, বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি আনিসুজ্জামান মজুমদার রাসেল ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন পাটোয়ারী, আওয়ামী যুবলীগের সহ সভাপতি জসিম উদ্দীন, মাজহারুল ইসলাম বাবু, জয়নাল আবেদীন, আইনুল হক, এনামূল হক সুজন, এনায়েত উল্যা মোল্লা, বখতেয়ার উদ্দিন সেন্টু, আইয়ুবুর রহমান আকাশ প্রমুখ।
আরও অনেক প্রবাসী অনুষ্ঠানে সপরিবারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আসন্ন রমজানে আরটিভিতে প্রচারের জন্য বাহরাইনে ধারণকৃত ‘মরুর ইফতার’ অনুষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার সাবাব আলী আরজু, সিনিয়র ক্যামেরাম্যান রফিকুল ইসলাম রফিক, উপস্হাপক মাসুমা রহমান নাবিলা এবং অংশগ্রহণকারী রাঁধুনিদের পরিচিতি তুলে ধরা হয়। বাহরাইনে সর্বপ্রথম ধারণকৃত এ অনুষ্ঠানের সফলতা কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এটি/কেএইচ/এএসআর