ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাহরাইন

খালেদার গাড়িতে হামলায় বাহরাইনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
খালেদার গাড়িতে হামলায় বাহরাইনে বিএনপির প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে বাহরাইন বিএনপি।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে বাহরাইনের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শেখ মো. আব্দুল হান্নান।

শ্রমিকদল সাধারণ সম্পাদক সোহেল সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী, বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আঁকন, প্রচার সম্পাদক শাহীন পাটোয়ারী, যুবদল সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, তরুণদল সাধারণ সম্পাদক রেজাউল, মানামা মহানগর আঞ্চলিক শাখা সভাপতি মকবুল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক শেখ আ. রশিদ, বাব আল বাহরাইন আঞ্চলিক কমিটি সভাপতি শাহীন মঈসাল, মহাররাক আঞ্চলিক কমিটি সভাপতি মো. মহিউদ্দিন, জিদহাপস শাখা সভাপতি জামাল হোসেন, জর্দাফ আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, গুদাইবিয়া শাখা সাধারণ সম্পাদক রেজাউল করিম, সার ভিলেজ আঞ্চলিক কমিটির আবদুস সোবহান, বিএনপি প্রস্তাবিত সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন সোকার্নো প্রমুখ।

সভাপতির বক্তব্যে শেখ মো. আব্দুল হান্নান বলেন, বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণ অতীতের যে কোনো স্বৈরাচারী সরকারকে হার মানিয়েছে। সিটি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করে এবং হত্যার উদ্দেশেই গত ২০ এপ্রিল ঢাকার কারওয়ানবাজারে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে জনগণ সরকারের স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে রায় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
সবশেষে দেশ, জাতির কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ