ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বৈশাখী মেলার সময় পরিবর্তন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
বাহরাইনে বৈশাখী মেলার সময় পরিবর্তন

বাহরাইন: প্রবাসীদের অনুরোধে বাহরাইনের দুই দিনব্যাপী বৈশাখী মেলার দিন ঠিক রেখে সময় পরিবর্তন করেছে মেলা কর্তৃপক্ষ।

শুক্রবার (১ মে) এবং শনিবার (২ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫ টার পরিবর্তে মেলা একটানা রাত ৮টা পর্যন্ত চলবে।



বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার  মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মূলত বিকেল বেলায় মেলায় প্রবাসীদের সমাগম হয় বেশি, তাই প্রবাসীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার ( ১ মে) সকাল ৯টায় রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান বৈশাখী মেলার উদ্বোধন করবেন।

এবারের মেলায় হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস, ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন ধরনের প্রায় ৬০টি স্টল থাকছে।

এছাড়া প্রবাসীদের বিনোদনের জন্য দিনব্যাপী থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারির ড্র।

বাংলাদেশ স্কুল ও বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাহরাইনে স্থানীয় শহর আ’ আলীতে বাংলাদেশ স্কুলের নিজস্ব প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় সবাইকে অংশ নিতে মেলা কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ