বাহরাইন: ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য সার্জিও বাতিস্তা বাহরাইন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
২০১০ সালে ডিয়েগো ম্যারাডোনা প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর, ৫২ বছর বয়সী বাতিস্তা আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সামলিয়েছেন মেসি-তেভেজদের।
কবে থেকে বাহরাইনের জাতীয় দল নিয়ে কাজ শুরু করবেন বাতিস্তা, সে বিষয়ে বাহরাইন ফুটবল ফেডারেশন বিস্তারিত না জানায়নি। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের জন্য দলটিকে প্রস্তুত করবেন তা স্পষ্ট।
বর্তমানে চীনের গুয়াংজু ইভারগ্রেন্ড ক্লাবের কোচ হিসেবে কাজ করছেন বাতিস্তা। গত বছর এ ক্লাবের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু বাহরাইনের প্রধান কোচ হওয়ায় শিগগিরই চীন ছাড়ছেন তিনি। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এ মিডফিল্ডার।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এসএস