ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

‘বিএনএস সমুদ্র জয়’ এখন বাহরাইনে

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, মে ২৯, ২০১৫
‘বিএনএস সমুদ্র জয়’ এখন বাহরাইনে ছবি: সংগৃহীত

মানামা: বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ ‘বিএনএস সমুদ্র জয়’ বৃহস্পতিবার বাহরাইনে এসে পৌঁছেছে । এটি বর্তমানে বাহরাইনের মিনা সালমান পোর্টে অবস্হান করছে ।



কাতারের দোহায় অনুষ্ঠিত সমুদ্র মহড়া ‘ফেরোশাস ফ্যালকন-২০১৫’ এ অংশগ্রহণের উদ্দেশ্যে গত ২৩ এপ্রিল এটি চট্টগ্রাম নৌ জেটি থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেয় । ১০ মে  হতে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত ১২ দিনব্যাপী এই মহড়ায় বাংলাদেশ, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, বেলারুশ, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত, শ্রীলংকাসহ বিশ্বের মোট ২২ টি দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।

সফলভাবে কাতারের মহড়া শেষে জাহাজটি কুয়েত হয়ে বৃহস্পতিবার বাহরাইনে পৌঁছেছে। এখানে শুভেচ্ছা সফর শেষে এটি ভারতের কোচিন হয়ে আগামী ১৬ জুন, ২০১৫ তারিখে দেশে ফিরবে।

নৌবাহিনীর সিনিয়র অফিসার প্রেজেন্ট এ্যাফ্লোট কমডোর এ এ মামুন চৌধুরী এবং জাহাজের অধিনায়ক কমান্ডার  এ কে এম আফজাল হোসেন এর নেতৃত্বে উক্ত জাহাজে ১৭ জন কর্মকর্তা, ৩২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ১৮৭ জন নাবিকসহ সর্বমোট ২৩৬ জন নৌ সদস্য রয়েছেন ।

উল্লেখ্য ২৯ নটিক্যাল মাইল গতিবেগ এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৩৭৮ ফুট দীর্ঘ এ জাহাজটিই এখন বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ