বাহরাইন: ঢাকা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বাংলাদেশ স্কুল বাহরাইন থেকে ১২ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৪ পেয়েছে ১০ জন এবং বাকি দুইজন পেয়েছে জিপিএ-২।
১২ জনের মধ্যে পাঁচজন ছাত্র এবং সাত জন ছাত্রী। খাদিজা আউয়াল নামে এক শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ ৪.৮৩ পেয়েছে।
সারাদেশে এক লাখ ১১ হাজার ৯০১ জন এবং প্রবাসের বিভিন্ন স্কুল থেকে ৭২ জন জিপিএ-৫ পেলেও বাহরাইন থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অভিভাবকেরা।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
কেএইচ