ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শ্রমিক দলের পরিচিতি সভা

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মে ৩১, ২০১৫
বাহরাইনে শ্রমিক দলের পরিচিতি সভা

ঢাকা: বাহরাইনে জাতীয়তাবাদী শ্রমিক দলের অভিষেক উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে রাজধানী মানামার ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে সভা অনুষ্ঠিত হয়।



দুইপর্বের এ অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপি সভাপতি প্রকৌশলী মো. জাহাঙ্গীর তরফদার এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শ্রমিক দলের নব নির্বাচিত সভাপতি হাজী শামসুজ্জামান রাজু।
 
স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও বাহরাইন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মো.  গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন-বিএনপির উপদেষ্টা আবুল বাশার, সাধারণ সম্পাদক প্রকৌশলী এনামুল হক সরকার এনাম, সহ-সভাপতি হাজী মো. সাইদুল হক, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী আব্দুল আজিজ, হারুনুর রশিদ মাস্টার, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. জিল্লুর রহমান, তরুণ দল সভাপতি মো. আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক বাচ্ছু মিয়া, বিএনপি হামাদ টাউন শাখা সিনিয়র সহ সভাপতি ফয়েজ মোল্লা, সাধারণ সম্পাদক ছালাম সরকার, রিফা (ইস্ট) বিএনপি সভাপতি মো. শাহ আলম, হামাদ টাউন ঐক্যমঞ্চ বিএনপির সহ-সভাপতি মো. সুলতান ও মো. সোলাইমান, ঈসা টাউন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ সভাপতি শহীদুল ইসলাম সরকার, মানামা মহানগর বিএনপি সভাপতি মো. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার খোকন প্রমুখ।
 
অনুষ্ঠানে হাজী শামসুজ্জামান রাজুকে সভাপতি, শাহেদ শারেফিনকে সাধারণ সম্পাদক ও মো. জালাল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১২১ সদস্যের জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ