ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুন ২, ২০১৫
বাহরাইনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাহরাইন বিএনপি। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শেখ মোঃ আব্দুল হান্নান।



শ্রমিকদল সাধারণ সম্পাদক সোহেল সিরাজুল ইসলামের (বাপ্পি) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রধান পৃষ্ঠপোষক ফয়সাল মাহমুদ চৌধুরী,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক গোলাম রব্বানী, সৌদি আরব পূর্বাঞ্চলীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম খান,বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী, ইউছুফ হোসেন সেলিম, এনায়েত উল্লা মোল্লা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু,যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন ও আক্তারুজ্জামান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আঁকন,শাহ মোয়াজ্জেম হোসেন সোকার্নো,ফরিদুল ইসলাম, মোঃ নান্নু মিয়া,প্রকৌশলী বদরুল আলম,জসিম উদ্দিন,প্রকৌশলী আক্তারুজ্জামান ,প্রকৌশলী সালাহ উদ্দিন,দেলোয়ার হোসেন ভূঁইয়া,মোকবুল হোসেন মুকুল,মোঃ বেল্লাল হোসেন,হাবিবুর রহমান,মোঃ সোহরাব,মোঃ রুবেল,মোহাম্মাদ ইউছুফ,মোঃ রাজু প্রমুখ।
 
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং খালেদা জিয়া ও  তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলান ফয়েজ মোল্লা ।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুন ০২, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ