ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে যুবলীগের ইফতার অনুষ্ঠিত

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
বাহরাইনে যুবলীগের ইফতার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে পবিত্র রমজান উপলক্ষে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাহরাইনের রাজধানী মানামার আল ওছরা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন বাহরাইন যুবলীগ শাখার সাধারণ সম্পাদক আবদুস সবুর ও যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন সরকার।

যুবলীগ সভাপতি এম এ করিমের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ।

ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন ন‍ূর, সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নূর মিলন, ব্রাহ্মণবাড়িয়া তিতাস ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহজালাল, বাংলাদেশ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হামেদ কাজী হাসান ও আইনুল হক, আওয়ামী লীগের সহ সভাপতি খালেক শামসুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মুন্না, সহ সভাপতি মানিক হোসেন মিলু, আউয়াল শিকদার, যুবলীগের সহ সভাপতি জসিম ও মো. শরিফ, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আসিক, সাংগঠনিক সম্পাদক শাহপরান মজুমদার ও মোবারক হোসেন, প্রচার সম্পাদক বেলায়েত মাতব্বর, পাঠাগার বিষয়ক সম্পাদক ঈমাম উদ্দিন নয়ন প্রমুখ।

এছাড়া বিভিন্ন স্তরের নেতাকর্মী এনামুল হক সুমন, বাবু লিটন দাস, মোহাম্মাদ তুষার, রুহুল আমিন, বকুল সূত্রধর, সাইফুল সানোয়ার, রহিম সিকদার, কাজী নজীর আহমেদ, নুরুল আবছার, মোহাম্মদ শাহ আলম, এইচ এম রহমত উল্লাহ, বাবু সুব্রত নাথ ও জিয়া উদ্দীন পাটোয়ারী ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন শাখার নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ