মানামা (বাহরাইন): বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেছেন, বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত। ঠিক তখনই স্বাধীনতা বিরোধীচক্র তাকে নির্মমভাবে হত্যা করে।
সম্প্রতি বাহরাইনে জাতীয় শোকদিবস উপলক্ষে মানামার হুরার আল আনারত হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদ, বাহরাইন শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে শেষ হতে দেয়নি বাংলার মানুষ। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে সোনার বাংলা গড়ার দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন নুর।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হয়েছে, এখনও যারা বিদেশে পালিয়ে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে জাতীয় চার নেতা হত্যারও বিচার সম্পন্ন করতে হবে।
বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আবদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বাহরাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নূর মিলন, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের, বাহরাইন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ করিম, আওয়ামী লীগ নেতা মো. শাহজালাল, শ্রমিক লীগ নেতা তোফাজ্জল হোসেন মুন্না, টাঙ্গাইল প্রবাসী সামাজিক ফোরামের সভাপতি মানিক হাসান মিলু, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মো. হোসেন, আওয়ামী লীগ নেতা খালেদ শামসুল হক, শাহাজাহান মিয়াজি, শ্রমিকলীগ নেতা শামসুল হক মেম্বার, বাহরাইনে নবীনগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আবুল বাশার, যুবলীগ নেতা আবদুস সবুর ও ইস্রাফীল আসিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএ/