ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

ফের বন্ধ হলো বাহরাইনের ভিসা!

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ফের বন্ধ হলো বাহরাইনের ভিসা!

বাহরাইন: ফের বন্ধ হলো মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইনের ভিসা। তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়।



বাহরাইন লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি’র (এলএমআরএ) ডাটাবেজ সিস্টেম রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও সরকারি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সিস্টমের সংযুক্তি ও মানোন্নয়নের জন্য সাময়িকভাবে এ ভিসা কর্যক্রম বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) থেকে রোববার (২০ ডিসেম্বর) সকল পর্যন্ত এই ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। এলএমআরএ’র নিজস্ব ওয়েবসাইটে (lmra.bh) এ তথ্য জানা যায়।

নিয়াগকর্তারা বা তাদের অনুমোদিত এজেন্টরা এ সময়ে এলএমআরএ’র অনলাইনে নতুন ভিসার আবেদন, লোকাল ট্রান্সফার বা ভিসা বাতিলের কোনো কাজ সম্পন্ন করতে পারবে না। তবে ওই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আগের মতো ফের সব কার্যক্রম যথারীতি চলবে ।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা প্রত্যাশাও করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ