বাহরাইন থেকে: প্রবাসে ভরসা একমাত্র বাংলানিউজ। এখানে কোনো প্রিন্ট পত্রিকা আসে না।
বাহরাইনে দু’দিনব্যাপী বিজয় আনন্দ মেলায় বাংলানিউজের স্টলে আসা চট্টগ্রাম প্রবাসী মামুন মন্তব্য খাতায় লিখেছেন এভাবে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে মেলা।
এরআগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ স্কুল আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।
মেলায় বিভিন্ন পণ্য-সামগ্রীর স্টলের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি মিডিয়ার স্টল।
বাংলানিউজের স্টলে আসছেন উৎসুক দর্শনার্থী। তারা দেশের সবশেষ সংবাদ সবার আগে বাংলানিউজে দেখতে পেয়ে সাধুবাদ জানান। ধন্যবাদ দেন বাইরাইন প্রবাসীদের জন্য আলাদা একটি পাতা থাকার জন্য।
অনেকে দেখে নিচ্ছেন কীভাবে বাংলানিউজ ভিজিট করতে হবে। নতুন এসব পাঠকও সময়ের নিউজ সময়ে পাওয়া যাবে জেনে আগ্রহ প্রকাশ করছেন।
স্টলে থাকা মন্তব্য খাতায় নাজিমুদ্দিন নামে একজন লিখেছেন, প্রবাসীদের বিশেষ গুরুত্ব দিয়ে বাংলানিউজ সংবাদ প্রচার করে। এজন্য বাংলানিউজকে সাধুবাদ জানাই।
তাজউদ্দিন নামে আরেক পাঠক লিখেছেন, অন্য কোনো মিডিয়ায় প্রবাসীদের জন্য আলাদা পেজ নেই। বাংলানিউজে বাইরাইন পেজ আছে। এতে আমরা খুশি। আমরা আরও আপডেট নিউজ চাই।
এবারের মেলায় বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সমাজ, বাংলাদেশ সোসাইটি, বাহরাইন ফাইনান্স কোম্পানি (বিএফসি), বিভা, বাংলাদেশ স্কুল, বাংলানিউজটোয়েন্টিফোরডটকম, বাংলাভিশন, প্রবাসী ফোরাম, মন্টিরিয়েল কার, মানামা কার্গো, নিউ কুমিল্লা রেস্টুরেন্টসহ ১১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এএ