বাহরাইন: আগামী জানুয়ারি মাসের সুবিধাজনক যেকোনো সময় থেকে গালফ এয়ারের ঢাকা-বাহরাইন সরাসরি বিমান যোগাযোগ চালু হতে পারে।
বুধবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাহরাইনের ক্রাউন প্রিন্স শেখ সালমান বিন হামাদ আল খলিফার সাক্ষাতকালে এ বিষয়ে আলোচনা হয়।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময়ে পররষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের নতুন দায়িত্ব পাওয়া মহাপরিচালক মাসুদ-উর রহমান, মন্ত্রীর দপ্তরের পরিচালক শাহ আসিফ রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সচিব মর্তুজা শরিফুল ইসলাম, রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান ,দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, সচিব (শ্রম) মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসআর