ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

দেশের পথে পররাষ্ট্রমন্ত্রী

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
দেশের পথে পররাষ্ট্রমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: দুই দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে বাহরাইন ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাহরাইনে এসে ব্যস্ততম সময় পার করে বুধবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে কাতার এয়ারলাইনসে করে রওনা দেন তিনি।



এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি শেখ নূরা, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, সচিব (শ্রম) মহিদুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগসহ কমিনিটির নেতারা।

এরআগে গত সোমবার (২১ ডিসেম্বর) বাহরাইন সময় বিকেল ৪টা ৫০ মিনিটে বাহরাইন পৌঁছান মন্ত্রী।

সফরে তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের নতুন দায়িত্ব পাওয়া মহাপরিচালক মাসুদ উর রহমান, মন্ত্রীর দপ্তরের পরিচালক শাহ আসিফ রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সচিব মর্তুজা শরিফুল ইসলাম।

দুই দিনের সফরে মন্ত্রী বাহরাইনের সঙ্গে মোট তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এছাড়া তিনি দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ