ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শ্রমিক লীগ রাস রোমান শাখার অভিষেক

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বাহরাইনে শ্রমিক লীগ রাস রোমান শাখার অভিষেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা: বাহরাইনে জাতীয় শ্রমিক লীগ রাসরোমান শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।



বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় রাসরোমানের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাহরাইন শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম জমাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু ।
 
শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন বাবর,বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল,শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানোয়ার হোসেন কাশেম, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোস্তফা কামাল,আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন,শরীফুল ইসলাম,আবদুল্লা আল মামুন,শহীদুল ইসলাম,সালেহ আহমেদ, মাখসুদুর রহমান মাসুদ, হেলাল আহমেদ, জাবেদ, রুবেল মাহমুদ, দেলোয়ার মোল্লা,নূরে আলম, আলমগীর, আনোয়ার প্রমুখ ।

উক্ত অনুষ্ঠানে আবুল হাসেম জমাদারকে সভাপতি,  হাসেমকে সাধারণ সম্পাদক ও মো. হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট শ্রমিক লীগ রাসরোমান শাখা কমিটি ঘোষণা করা হয়।
 
অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ,বঙ্গবন্ধু পরিষদ,বাংলাদেশ সমাজ  ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ