ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে কোরান প্রতিযোগিতায় বাংলাদেশের যাকারিয়ার বিশ্বজয়

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, ডিসেম্বর ২, ২০১৬
বাহরাইনে কোরান প্রতিযোগিতায় বাংলাদেশের যাকারিয়ার বিশ্বজয়

বাহরাইনে ১৪তম শেখ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মো. যাকারিয়া। 

বাহরাইন: বাহরাইনে ১৪তম শেখ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মো. যাকারিয়া।  

যাকারিয়া ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরান ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।

হলি কোরান কাস্টডি সোসাইটি বাহরাইনের আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা জুফের আল ফাতেহ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।
 
প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় শাখা থেকে অনবদ্য উপস্থাপনায় ৫৭টি দেশের শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে ১ম স্থান অধিকার করেন যাকারিয়া। পুরস্কার হিসেবে তিনি বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা অর্জন করেছেন।

যাকারিয়া এর আগে জর্ডান, মিশর, কাতার, কুয়েত ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক কোরান প্রতিযোগিতায় প্রথম স্থানসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন।
  
যাকারিয়ার সম্মানসূচক এ অর্জনে বাহরাইন প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংর্বধনা দেওয়ার আয়োজন চলছে।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ